শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শুক্রবার সারাদেশে বাদ জুমা বিশেষ দোয়া ও কফিন মিছিলের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:১১ এএম

শেয়ার করুন:

শুক্রবার সারাদেশে বাদ জুমা বিশেষ দোয়া ও কফিন মিছিলের আহ্বান

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র, মহান বিপ্লবী শরীফ ওসমান হাদি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে সক্রিয় ছিলেন। 

তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে জুলাই ঐক্য আগামীকাল শুক্রবার সারাদেশের সকল মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া এবং কফিন মিছিল আয়োজনের আহ্বান জানিয়েছে।


বিজ্ঞাপন


জুলাই ঐক্যের কেন্দ্রীয় সংগঠক ইসরাফিল ফরাজী এক শোকবার্তায় বলেন, শহীদ ওসমান বিন হাদি আমাদের জুলাইয়ের অস্তিত্ব। তার প্রতি ফোঁটা রক্তের দায় ইতিহাস বহন করবে। ইনশাআল্লাহ, এই দেশের মাটিতেই এর ন্যায়বিচার নিশ্চিত হবে।

একইসঙ্গে সংগঠনের পক্ষ থেকে দেশবাসী ও বিপ্লবী জনগণের প্রতি ধৈর্য ও সংযম ধারণ করার আহ্বান জানানো হয়েছে।

শহীদ ওসমান বিন হাদির আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দেশব্যাপী ধর্মীয় ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনের প্রস্তুতি চলছে।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর