শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘বিপ্লবীরা সময়ের সীমা ছুঁয়ে বেঁচে থাকে ইতিহাসে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ এএম

শেয়ার করুন:

‘বিপ্লবীরা সময়ের সীমা ছুঁয়ে বেঁচে থাকে ইতিহাসে’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই। গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ। সেখানে দেওয়া এক পোস্টে বলা হয়,  ‘ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।‘


বিজ্ঞাপন


হাদির মৃত্যুতে ২০ ডিসেম্বর রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল শোক ও সমবেদনা জানাচ্ছে।  সেই শোকের ছায়া পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্সরও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোষ্টে শোক প্রকাশ করে রংপুর। 

হাদির ছবি পোষ্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রংপুর লিখেছে, ‘বিপ্লবীরা সময়ের সীমা ছুঁয়ে বেঁচে থাকে ইতিহাসে। শরিফ ওসমান হাদি।’ হাদির ছবিতে ক্যাপশন দিয়ে রংপুর রাইডার্স আরও লিখেছে,  ‘আমাদের হাদির জয়ের লড়াই চলবে।’

এর আগে ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছে বাফুফে ও বিসিবি। বাফুফে লিখেছে, ‘আমরা শোকাহত। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।’

বাফুফে আরও লিখেছে, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’


বিজ্ঞাপন


বিসিবি লিখেছে, ‘শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।’

হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। সিঙ্গাপুরে তাঁর মৃত্যুর খবর পাওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন। তিনি বলেছেন, ‘ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্বে নেবে রাষ্ট্র।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর