শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‎আবারও হামলার শঙ্কায় ছায়ানটের সামনে পুলিশের কড়া নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ পিএম

শেয়ার করুন:

‎আবারও হামলার শঙ্কায় ছায়ানটের সামনে পুলিশের কড়া নিরাপত্তা

রাজধানীর ধানমন্ডিতে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে আবার হামলা হতে পারে এমন শঙ্কায় কঠোর নিরাপত্তা বেষ্টনী দিয়েছে পুলিশ। পুলিশ বলছে, ছায়ানটে আর যেন হামলা কিংবা অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

‎শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ছায়ানটের সামনে এমন দৃশ্য দেখা যায়।

‎গতকাল রাতে ছায়ানটে হামলা ও ভাঙচুরের পর সকাল থেকে ছায়ানটের সদস্যরা পরিষ্কার পরিচ্ছন্নতা করলেও জুমার নামাজের আগে সবাইকে ছায়ানট থেকে চলে যেতে দেখা যায়। ছায়ানটের সদস্যদের শঙ্কা, জুমার নামাজের পর আবারও হামলার ঘটনা ঘটতে পারে। এজন্য সবাইকে আপাতত ছায়ানট থেকে চলে যেতে বলা হয়েছে।

এদিকে, রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ‘গতকাল রাতে ছায়ানট সহ যেসব জায়গায় হামলার ঘটনা ঘটেছে। সেসব জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছায়ানটে আবারও যেন কোনো হামলা কিংবা অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

‎একেএস/ এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর