গুলিবিদ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার সাত দিনের মাথায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জুলাই আন্দোলনের সম্মুখসারির অন্যতম যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করা এই যোদ্ধা এবার নিজ দেশে ফিরেছেন কফিনবন্দি হয়ে।
তার মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৫ ফ্লাইটটি শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয় বিমানটি।
বিজ্ঞাপন
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ জানান, বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে হাদির মরদেহ বের করা হবে।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, হাদির মরদেহ এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে হাতিরঝিল সড়ক ধরে এফডিসি সামনের সড়ক দিয়ে মগবাজার হয়ে হাইকোর্ট এরপর দোয়েল চত্বর হয়ে টিএসসি আসবে। এরপর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল জামে মসজিদ নেওয়া হবে।
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয় নগরে নির্বাচনি প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ওসমান হাদি। ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিজ্ঞাপন
জেবি



















































































