শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ধানমন্ডি ৩২ নম্বর ক্রেন দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধরা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ এএম

শেয়ার করুন:

ধানমন্ডি ৩২ নম্বর ক্রেন দিয়ে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধরা 

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর সেটি গুঁড়িয়ে দিতে ক্রেন ও এক্সক্যাভেটর নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ধারাবাহিক ঘটনার মধ্যে বাড়িটিতে প্রথমে ভাঙচুর চালানো হয়, এরপর আগুন ধরিয়ে দেওয়া হয়।

এদিন রাত পৌনে ৯টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয়। রাত ১২টার পরেও সেখানে আগুন জ্বলতে দেখা যায়।


বিজ্ঞাপন


এর আগে ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচি ঘোষণা করে বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নানা স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয়। সেখানে সমবেত হয়ে তারা ভাঙচুর চালায় এবং একপর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

পরিস্থিতি আরও উত্তপ্ত হলে রাত ১০টা ৫৫ মিনিটে সেখানে একটি বুলডোজার আনা হয়। রাত ১১টা ১০ মিনিটে বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়। পরে রাত ১১টা ৩৫ মিনিটে আরও একটি এক্সক্যাভেটর আনা হয়।

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার ঘোষণার প্রতিবাদেই ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হওয়ার সিদ্ধান্ত নেয়। 
 
এএইচ/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর