শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাদির মৃত্যুতে পাকিস্তান হাইকমিশনের শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ পিএম

শেয়ার করুন:

হাদির মৃত্যুতে পাকিস্তান হাইকমিশনের শোক

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ঢাকাস্থ পাকিস্তান দূতাবাস। শুক্রবার (১৯ ডিসেম্বর) ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে পাকিস্তান দূতাবাস জানায়, শরিফ ওসমান হাদির মৃত্যুতে পাকিস্তান হাইকমিশন গভীর শোক প্রকাশ করছে। এই শোকাবহ মুহূর্তে আমরা তার পরিবার, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।


বিজ্ঞাপন


বিবৃতিতে আরও বলা হয়, মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করুন এবং তার প্রিয়জনদেরকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। এরপর সংকটাপন্ন অবস্থায় ঢাকায় চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে তিনি মারা যান।

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ দে‌শে আনা হয়। আজ শ‌নিবার দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের কাছে হাদির মরদেহ দাফন করা হবে।

এমআর/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর