গুলিতে গুরুতর আহত হয়ে গত বৃহস্পতিবার থেকে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ইন্তেকাল করেছেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা ওসমান হাদির মরদেহ শুক্রবার দেশে আসবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ।
বৃহস্পতিবার রাতে ডা. আব্দুল আহাদ বলেন, ‘শরীফ ওসমান হাদির মরদেহ আগামীকাল সকালে ঢাকায় আনা হবে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরবর্তীতে জানাজার সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে।’
বিজ্ঞাপন
এবার জানা গেল হাদির জানাজার সময়। হাদির ফেসবুকে তা জানিয়েছে ইনকিলাব মঞ্চ। সেখানে লেখা হয়েছে, আজ বৃহস্পতিবার সেখানে লেখা হয়েছে, শহীদ ওসমান হাদির দেহ দেশে প্রত্যাবর্তন ও জানাযা সম্পর্কে।

এরপর বলা হয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট আগামীকাল স্থানীয় সময় বিকেল ৩:৫০ মিনিটে শহীদ ওসমান হাদিকে নিয়ে রওয়ানা করবে। ঢাকায় অবতরণ করার সম্ভাব্য সময় সন্ধ্যা ৬:০৫ মিনিট।
জানাজা প্রসঙ্গে বলা হয়, শহীদ ওসমান হাদির প্রথম জানাযা সিঙ্গাপুরের The Angullia Mosque এ (দ্য আঙ্গুলিয়া মসজিদ) সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশে শহীদ ওসমান হাদির জানাযা, শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
গত বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোড এলাকায় রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল এবং পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।














































































































