শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দাউ দাউ করে জ্বলছে প্রথম আলো অফিস, চারিদিকে কালো ধোঁয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ এএম

শেয়ার করুন:

দাউ দাউ করে জ্বলছে প্রথম আলো অফিস, চারিদিকে কালো ধোঁয়া
ছবি: ঢাকা মেইল

দাউ দাউ করে জ্বলছে দৈনিক প্রথম আলোর কেন্দ্রীয় কার্যালয়। এরমধ্যে চারিদিকে ছড়িয়ে আগুন, বের হচ্ছে কালো ধোঁয়া।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। এই প্রতিবেদন রাত একটা ১৬ মিনিটে লেখা পর্যন্ত এখনও আগুন জ্বলছে।


বিজ্ঞাপন


সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রথম অফিসের চারিদিকে অবস্থান করছেন ছাত্রজনতা এবং বিক্ষোভ মিছিল দিচ্ছেন। আশেপাশে কোনো দমকল বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিত রয়েছে।

জানা গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর একদল লোক শাহবাগ থেকে মিছিল নিয়ে কারওয়ান বাজারের দিকে অগ্রসর হয়। মিছিলটি প্রথম আলো কার্যালয়ের সামনে পৌঁছে ঘেরাও ও বিক্ষোভ শুরু করে। এ সময় সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

একপর্যায়ে উত্তেজিত হয়ে তারা লাঠিসোঁটা নিয়ে প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর শুরু করে। হামলায় কার্যালয়ের বেশিরভাগ জানালার গ্লাস ভেঙে ফেলা হয়। রাত ১২টার দিকে বিক্ষোভকারীদের একটি অংশ কার্যালয়ের ভেতরে প্রবেশ করে টেবিল-চেয়ার ও গুরুত্বপূর্ণ নথিপত্র বাইরে রাস্তায় বের করে নিয়ে আসে এবং সেগুলোতে আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, আমি ঘটনাস্থলে আছি। এখানে কয়েক শ লোক একত্রিত হয়ে হামলা চালিয়েছেন। তবে এ হামলায় কারা অংশ নিয়েছেন তা নিশ্চিত করতে পারেননি তিনি।


বিজ্ঞাপন


এসএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর