ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে বিপ্লবী ছাত্রজনতা ও হেফাজতে ইসলামের উদ্যোগে পৃথক এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
বিজ্ঞাপন
বাদ জুমা শহরের পৌর মুক্তমঞ্চের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বিক্ষুব্ধ ছাত্রজনতা। একই সময় শহরের কান্দিপাড়া এলাকা থেকে মিছিল বের করে হেফাজতে ইসলাম। মিছিল দুইটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের কাউতলি বাস স্ট্যান্ডের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ সমাবেশ করেন বিক্ষুব্ধরা।
![]()
সমাবেশে বক্তব্য দেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম কাসেমী, সহ সভাপতি মাওলানা বুরহান উদ্দীন কাসেমী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শরীফ ওসমান হাদি তার জীবন বিসর্জন দিয়ে জুলাইয়ের চেতনাকে রেখে গেছেন। সেই চেতনাকে ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জুলাই যোদ্ধারা লড়াই করে যাবে।
বক্তারা, দ্রুত সময়ের মধ্যে শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রতিনিধি/এসএস




















































































