মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চিরনিদ্রায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দলটির অফিসিয়াল পেইজে এ তথ্য জানানো হয়েছে। তার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
গত ১২ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে রিকশায় করে ফকিরাপুল এলাকা থেকে বিজয়নগরের দিকে যাচ্ছিলেন ওসমান হাদি। রিকশায় তার সঙ্গে আরও একজন ছিলেন। এ সময় পেছন থেকে একটি মোটরসাইকেলে থাকা দুই সন্ত্রাসী তাদের অনুসরণ করে। বিজয়নগরের কাছে পৌঁছালে চলন্ত অবস্থায় মোটরসাইকেলের পেছনে বসে থাকা ব্যক্তি হাদিকে লক্ষ্য করে হামলা চালায়। দুপুরে এই নৃশংস ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আহত অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ১৮ ডিসেম্বর রাত পৌনে ১০টায় তার মৃত্যুর খবর নিশ্চিত করে ইনকিলাব মঞ্চ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হাদির মৃত্যুতে ২০ ডিসেম্বর রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে গভীর শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, শরীফ ওসমান বিন হাদির চিরবিদায়ে তারা গভীরভাবে শোকাহত।
এদিকে হাদির মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)। প্রেস বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, 'আমরা শোকহাত। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।'
'বাফুফে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।'
বিজ্ঞাপন
জুলাই বিপ্লবের নেতৃত্ব ও বলিষ্ঠ বক্তব্যের মাধ্যমে অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন ওসমান হাদি। আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে তার প্রার্থী হওয়ার কথাও ছিল। তবে সব সম্ভাবনা থেমে গেল অকালে।

