আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় দিনাজপুরে মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে তার হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা দিনাজপুর জেনারেল হাসপাতাল মসজিদ, দিনাজপুর মেডিকেল কলেজ মসজিদ, দিনাজপুর সরকারি কলেজ মসজিদসহ শহরের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
![]()
এদিন জাতীয় নাগরিক কমিটি–এমসিপি দিনাজপুর জেলা শাখার আয়োজনে বাদ জুমা দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে হাসপাতালের প্রধান ফটকের সামনে এনসিপির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা শহীদ শরিফ ওসমান হাদির হত্যার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বিজ্ঞাপন
বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শহীদ শরিফ ওসমান হাদির আত্মত্যাগকে স্মরণ করেন এবং তার হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
প্রতিনিধি/এসএস















































































