শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সন্ধ্যা ৬টায় ঢাকায় পৌঁছাবে হাদিকে বহনকারী বিমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম

শেয়ার করুন:

HAdi biman
সন্ধ্যা ৬টায় পৌঁছাবে ওসমান হাদিকে বহনকারী বিমান। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিরকে বহনকারী বিমানটি আজ সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


জানানো হয়েছে, ওসমান হাদিকে বহনকারী বিমানটি সন্ধ্যা ৬টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।  

আমাদের জুলাই জজবার প্রাণ, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীরকে গ্রহণ করতে আমরা সবাই এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তার দুইপাশে সুশৃঙ্খলভাবে অবস্থান গ্রহণ করবো। সেখান থেকে শহিদ ওসমান হাদীকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে।

সেখানে সাধারণ মানুষ, সহযোদ্ধা, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন বলে জানা যায়।


বিজ্ঞাপন


ওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে শোক ও ক্ষোভের আবহ তৈরি হয়েছে। তার মরদেহ দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক জনসমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

এএইচ/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর