ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করেছে সেই খুনীদের ফেরত দিতে ভারতের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র নেতা মাহফুজ আলম।
বৃহস্পতিবার রাতে শাহবাগের বিক্ষোভ সমাবেশ থেকে একথা জানান তিনি।
বিজ্ঞাপন
এসময় ভারতের উদ্দেশ্যে মাহফুজ বলেন, আমাদের এই প্রথম দাবি খুবই স্পষ্ট। আমরা এই খুনিদেরকে ফেরত চাই। এটা কোন এটা কোন সুশীল দাবি না। এটা খুবই ইফেক্টিভলি কিভাবে আদায় করতে হয় সেটা আমরা জানি। আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি। এখানে ভারতের এস্টাবলিশমেন্টকে আমরা কোশ্চেন করি। ভারতের সুযোগ ছিল বারবার আমরা বলেছি এই দেশের জুলাইকে আপনারা স্বীকার করুন, এই দেশের পরিবর্তিত পরিস্থিতিকে স্বীকার করুন, এই দেশের রাজনৈতিক পরিবর্তনকে স্বীকার করুন, এই দেশের তরুণ সমাজের সাথে আপনারা আর খেল তামাশা দেখায়েন না। আপনারা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে আমরা এক কঠিন সংকটময় পরিস্থিতিতে এসে পৌঁছেছি।
আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার হবেই জানিয়ে তিনি বলেন, এই দেশে নির্বাচন হবে এই দেশে গণতান্ত্রিক রূপান্তর হবে। আমাদের আমাদের রক্তে লেখা এই সংস্কারগুলো এই যে কোনো মূল্যে বাস্তবায়নের দিকে যেতে হবে। এই দেশে খুনি হাসিনা এবং তার যত সহযোগীরা আছে তাদের বিচার হবে। এগুলো কোন ফাঁকা বুলি না।
তিনি আরও বলেন, নির্বাচন নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তর হবে এবং গণতান্ত্রিকভাবে যেই দলেই ক্ষমতায় আসুক তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা অখন্ডতার লক্ষ্যে শক্তিশালী ভূমিকা রাখবে। এতদিন পরে বাংলাদেশে নির্বাচন হবে সেই লড়াই আমরা করতে চেয়েছিলাম কিন্তু যদি আপনারা মনে করেন একজন শরিফ ওসমান হাদিকে আপনারা গুলি করে এই দেশে অস্থিতিশীলতা ভয় আতঙ্ক ছড়িয়ে নির্বাচন ভন্ডুল করবেন সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে দেব না।
এ সময় তিনি দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক দলগুলোকে বলতে চাই রাজনৈতিক দলগুলো নির্বাচন চেয়েছে এই সরকারের মেয়াদ এতটুকুতে কমিয়ে এনেছিল। আমরা অনেক কিছু অনেক প্রতিবাদ প্রতিরোধের মধ্যে অনেক কিছু সামনে নিয়ে আসতে পারিনি। কিন্তু আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার। নির্বাচন যেহেতু হবে গণতান্ত্রিক দলগুলোর উচিত হচ্ছে যেকোনো মূল্যে গণতান্ত্রিক দলগুলোর উচিত হচ্ছে যেকোনো মূল্যে এই আমাদের এই আন্দোলন এই লড়াইকে গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক ভাবে লড়ার ক্ষেত্রে সহযোগিতা করা ঐক্যবদ্ধ হওয়া এবং আমাদের মধ্যে থেকে যেকোনো ধরনের হটকারি রাজনীতিকে দূর করা আমরা চাই না অন্য কোনোকিছু লক্ষ্যবস্তু হোক। আমরা চাই লক্ষ্যবস্তু হবে একটাই আওয়ামী লীগ।
বিজ্ঞাপন
আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের দোসররা আওয়ামী লীগ এবং তাদের দোসরদের যদি তারা আমাদের থেকে আমাদের ভাইকে কেড়ে নেয় তাহলে আমরা হুঁশিয়ারি দিতে চাই আওয়ামী লীগও তাদের দোসরদেরকে হুঁশিয়ারি দিতে চাই আমরা কিন্তু বসে থাকব না।
হাদির খুনীদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে মাহফুজ বলেন, আমরা আজকের এই আন্দোলন এবং এই যে লড়াই আমরা শুরু করলাম এবং এই যে অবস্থান কর্মসূচি আমাদের ওসমান হাদি খুনিদেরকে ফেরত না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে এবং অব্যাহত থাকবে। আমাদের এই অবস্থান অব্যাহত থাকবে এবং আমাদের ওসমান হাদির খুনিদেরকে ফেরত দিতে হবে।
মাহফুজ বলেন, আমরা জেনে গেছি আমাদের মৃত্যু অবধারিত। সুতরাং আর হওয়ার সুযোগ নাই। আমরা এখনও আমাদের প্রতিবেশী দেশের গুড উইলের দিকে আমরা কিন্তু আর বেশিদিন তাকিয়ে থাকব না। আমরা আমরা বলতে চাই এখনো হুঁশে ফিরেন। বাংলাদেশের ভেতরে যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন হুঁশে ফেরন। আমাদের তরুণদের রক্ত দিয়ে আপনারা যদি মনে করেন আপনারা ক্ষমতায় আরোহণ করবেন তাহলে সেই স্বপ্ন বৃথা যাবে।
এমআইকে/এএইচ/

