শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নওগাঁয় হাদি হত্যার বিচারের দাবিতে কফিন নিয়ে এসপি বাসভবন ঘেরাও

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম

শেয়ার করুন:

নওগাঁয় হাদি হত্যার বিচারের দাবিতে কফিন নিয়ে এসপি বাসভবন ঘেরাও

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদি হত্যার বিচার এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে নওগাঁয় কফিন মিছিল করেছে ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে দুপুর ২টার দিকে শহরের ‘মুক্তির মোড়’ কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কেডির মোড় এলাকায় পুলিশ সুপারের (এসপি) বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে আন্দোলনকারীরা পুলিশ সুপারের বাসভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ প্রদর্শন করেন।


বিজ্ঞাপন


এ সময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের জন্য প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। উদ্ভূত পরিস্থিতিতে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আন্দোলনকারীদের আশ্বস্ত করলে তারা সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন। তবে সন্ধ্যায় মশাল মিছিলের ঘোষণা দিয়ে তারা স্থান ত্যাগ করেন।

বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক আরমান হোসেন, তানজিম বিন বারী, ফজলে রাব্বি, সাদনান সাকিব ছাড়াও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নওগাঁ সদর উপজেলা আমির অ্যাডভোকেট আব্দুর রহিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি আব্দুর রাকিব এবং এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব আল হাসান সোহাগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ‘ওসমান হাদি চলে গেলেও এই বাংলাদেশে এখন লক্ষ লক্ষ ওসমান হাদি তৈরি হবে। ৫ আগস্টের পর আমরা অনেক ধৈর্য ও সৌজন্যবোধ দেখিয়েছি, কিন্তু নওগাঁর মাটিতে প্রশাসনকে আর কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের ভাইয়েরা রাজপথে গুলি খেয়ে মারা যায়, আর এসপি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে বলেন যে তারা কোনো ব্যবস্থা নিতে পারবেন না।’ তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নওগাঁর সকল আওয়ামী সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে। অন্যথায় এসপিকে আর এই বাসভবনে থাকতে দেওয়া হবে না এবং তাকে কার্যালয়ে বসতে দেওয়া হবে না।’

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘আমরা ফ্যাসিস্টের দোসরদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত তিন দিনে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুরো জেলায় আমাদের ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হচ্ছে। খুব দ্রুতই সকল অপরাধীকে আইনের আওতায় আনা হবে।’


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর