শুক্রবার, ১৭ মে, ২০২৪, ঢাকা

বেইলি রোড ট্র্যাজেডি

ভবন মালিককে কয়েকবার নোটিশ দিয়েছিল ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৪, ১০:৩৪ পিএম

শেয়ার করুন:

ভবন মালিককে কয়েকবার নোটিশ দিয়েছিল ফায়ার সার্ভিস

বেইলি রোডের সেই ভবন গ্রিন কোজি কোটেজের মালিককে বারবার নোটিশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ওই ভবনের সামনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এ কথা জানান।


বিজ্ঞাপন


ফায়ার সার্ভিসের ডিজি বলেন, রুটিন মনিটরিংয়ের অংশ হিসেবে এর আগে এই ভবন মালিককে তিনবার নোটিশ দেওয়া হয়েছিল।

মো. মাইন উদ্দিন বলেন, রাজধানীর বেইলি রোডের ওই ভবনটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। মানুষের আসা-যাওয়ার জন্য কেবল একটি ছোট সিঁড়ি ছিল।

অগ্নিকান্ডের সময় মানুষ যে কক্ষে আশ্রয় নিয়েছিলেন, সেখানে কোনো জানালা ছিল না বলেও উল্লেখ করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক।

এসময় ভবন মালিককে দেওয়া সেই নোটিশগুলো সাংবাদিকদের দেখানো হয়।


বিজ্ঞাপন


টিএই/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর