বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ঢাকা

বেইলি রোডে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৪৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৪, ০২:১২ এএম

শেয়ার করুন:

বেইলি রোডে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৪৩

রাজধানীর বেইলি রোডের আগুনে মৃতের সংখ্যা ক্ষণেক্ষণে বাড়ছে। সবশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় ৪৩ জনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার রাত ২টার দিকে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 


বিজ্ঞাপন


স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি সংবাদ পেয়ে আমি দ্রুত চলে এসেছি। প্রধানমন্ত্রী আমাকে দ্রুত আসতে বললেন। এখানে এসে যা দেখলাম তা ভয়াবহ। বার্ণ ইন্সটিটিউটে এখন পর্যন্ত ১০ জন মারা গেছেন। অপর দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৩৩ জন।

আরও পড়ুন: দুই ঘন্টা পর থামলো বেইলি রোডের আগুন 

মন্ত্রী বলেন, যারা এখন পর্যন্ত বেঁচে আছেন তাদের বেশির ভাগের শ্বাসনালী পুড়ে গেছে। এটা অত্যন্ত দুঃখ জনক। যারা বেঁচে আছেন, তাদের বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। 

তিনি জানান, আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বার্ণ ইউনিটে ভর্তি আছেন। 


বিজ্ঞাপন


এর বাইরে কেউ আছে কি না এখনো তথ্য পাওয়া যায়নি বলে জানান মন্ত্রী। 

আরও পড়ুন: বেইলি রোডে রেস্টুরেন্টে আগুন

তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন এবং শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউটে ৮ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা গুরুতর বলেও জানান এই চিকিৎসক। 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সবাইকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

কারই/এমআইকে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর