বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ঢাকা

বেইলি রোডে অগ্নিকাণ্ড

‘সারাটা রাত ঘুমাতে পারলাম না’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৪, ১২:৪৬ পিএম

শেয়ার করুন:

‘সারাটা রাত ঘুমাতে পারলাম না’

বেইলি রোডে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। এর মধ্যে ৪০ জনের পরিচয় শনাক্ত হয়েছে এবং পরিবারের কাছে ৩৮টি মরদেহ হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নাড়া দিয়েছে বিনোদন অভিনেত্রী ফারিন খানকে। 

অগ্নিকাণ্ডের ভয়াবহতা সারারাত ঘুমাতে দেয়নি ফারিনকে। নিজের ফেসবুকে তিনি প্রকাশ করেছেন বিষয়টি। ফারিন লিখেছেন, সারাটা রাত ঘুমাতে পারলাম না। যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত তাদের আল্লাহ সহায় হোন সুস্থতা দান করুন। 


বিজ্ঞাপন


ফারিন ছাড়াও তারকাদের অনেকে শোক প্রকাশ করেছেন এ দুর্ঘটনায়। তাদের মধ্যে রয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, অভিনেত্রী রুনা খান, নির্মাতা অনন্য মামুন, চয়নিকা চৌধুরীসহ অনেকে। 

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডে ছয়তলা ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে এবং রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

রাত ২টা ২০ মিনিটের দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে যান এবং ঘটনাস্থলকে ‘ক্রাইম সিন’ ঘোষণা দিয়ে ভবনটির সামনে হলুদ ফিতা আটকে দেন। বিপুল সংখ্যক পুলিশ সদস্য ভবনের সামনে অবস্থান নেয়।

ভবনটিতে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ছাড়াও, স্যামসাংয়ের শোরুম, গ্যাজেট অ্যান্ড গিয়ার, ইলিন, খানাস ও পিৎজা ইন আছে বলে জানা গেছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর