পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অতিরিক্ত ডিআইজি (রিক্রুটমেন্ট এন্ড ক্যারিয়ার প্ল্যানিং-১) এর মেয়ে লামিশা ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
শুক্রবার এক শোকবার্তায় ডিএমপি কমিশনার লামিশা ইসলামের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে আগুন লাগে। আগুনে লামিশা ইসলাম গুরুতর আহত হন। তাকে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ভয়াবহ আগুনে এ পর্যন্ত ৪৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
/এএস




















































































