রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই’তে লাগা আগুন এখনো জ্বলছে। প্রায় দেড় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন। এরইমধ্যে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে বেইলি রোডে উপস্থিত হয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
বৃহস্পতিবার রাত এগারোটার কিছু পরে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন।
বিজ্ঞাপন
একই সময়ে অগ্নিকাণ্ডস্থলে উপস্থিত হন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান।
আরও পড়ুন: বেইলি রোডে অগ্নিকাণ্ড, প্রাণ বাঁচাতে মই দিয়ে নামছেন রেস্টুরেন্টে আটকে পড়া ক্রেতারা
এদিকে অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থলের নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। একই সঙ্গে ফায়ার সার্ভিসের সঙ্গে একত্রিত হয়ে আগুন নিয়ন্ত্রণেও কাজ করছে দেশের সবচেয়ে বড় এই বাহিনীর সদস্যরা।
এর আগে রাত ৯টা ৫০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এই প্রতিবেদন দেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত সোয়া ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে বাহিনীটির ১২টি ইউনিট কাজ করছে। এ সময়১৫ জনকে জীবিত করা হয়েছে।
কারই