রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

বেইলি রোডে অগ্নিকাণ্ড: ২০ জনের মরদেহ হস্তান্তর

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৪, ০৮:০৮ এএম

শেয়ার করুন:

বেইলি রোডে অগ্নিকাণ্ড: ২০ জনের মরদেহ হস্তান্তর

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি মরদেহগুলো প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।

শুক্রবার (১ মার্চ) সকালে নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) রিফাতুল ইসলাম বিষয়টি জানান। 


বিজ্ঞাপন


আরও পড়ুন

বেইলি রোডে আগুনের ঘটনায় নিহত ৪৪: আইজিপি

তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যেসকল মরদেহ ছিল সেগুলোর ২০টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ভোর সাড়ে ৫টার দিকে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। লাশ হস্তান্তর প্রক্রিয়ায় যুক্ত রয়েছে জেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। 

তিনি আরও জানান, রাতেই ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। এরপর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে কলাবাগান থানার উপপরিদর্শক (এএসআই) গোলাম হোসেন বলেন, নিহতদের স্বজনেরা যাদের শনাক্ত করেছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


এমআইকে/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর