শুক্রবার, ১৭ মে, ২০২৪, ঢাকা

আগুনের তীব্রতা বাড়ছে, ফায়ার সার্ভিসের ইউনিট বেড়ে ১২

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৭ পিএম

শেয়ার করুন:

আগুনের তীব্রতা বাড়ছে, ফায়ার সার্ভিসের ইউনিট বেড়ে ১০

রাজধানীর ব্যস্ততম এলাকা বেইলি রোডে কাচ্চি ভাই নামে একটি রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতা বাড়ায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ইউনিটের সংখ্যা বাড়ানো হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


বিজ্ঞাপন


firess

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, আগুন লাগার খবর ৯টা ৫০ মিনিটে পাওয়ার পর ৬ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ারের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট কাজ করছে।

বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লেগেছে বলে জানিয়েছে সংস্থাটি।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।


বিজ্ঞাপন


বিইউ/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর