সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

ইভিএমের ভোটে সন্তুষ্ট ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জুন ২০২২, ০৭:০৯ পিএম

শেয়ার করুন:

ইভিএমের ভোটে সন্তুষ্ট ইসি

কুমিল্লা সিটি করপোরেশনের ১০৫টি কেন্দ্রেই ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ছোটখাটো কিছু অভিযোগ বাদে সামগ্রিকভাবে ইভিএমে ভোট ভালো হয়েছে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (১৫ জুন) বিকেলে আগারওগাঁয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সন্তুষ্টির কথা জানান সিইসি।


বিজ্ঞাপন


প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইভিএমের ব্যাপারে দেখেছি, বেশ ভালোভাবে ভোট সম্পন্ন হয়েছে। কেউ কেউ একটু বলেছেন, তাদের ভোট দিতে অসুবিধা হয়েছে। বয়স্ক ব্যক্তি বিশেষে ইভিএম অনেকের কাছে অসুবিধা হয়েছে। সাধারণভাবে বলা যায়, ইভিএমে ভোটটা ভালোই হয়েছে। ‌‌

কুমিল্লার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা সকাল থেকে সিসি ক্যামেরা ও টিভির মাধ্যমে যে সংবাদগুলো পরিবেশিত হয়েছে, সেগুলো পর্যালোচনা করছিলাম। ‌সকাল থেকে আমরা যেটা দেখেছি নির্বাচন পরিস্থিতিটা শান্তিপূর্ণ ছিল। শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠুভাবে এবং কোনো প্রকার সংঘর্ষ ছাড়াই সম্পাদিত হয়েছে। কুমিল্লা যতটুকু জানি দুটি সেন্টার সম্ভবত এই মুহূর্তে খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে একটু বিঘ্ন ঘটছে। এখন পর্যন্ত সিক্সটি পার্সেন্ট ভোট যতগুলো কেন্দ্র থেকে আমাদের কেন্দ্র পেয়েছে তা সিক্সটিন প্লাস মাইনাস। ৬০% শতাংশ ভোট প্লাস-মাইনাস কাস্টিং হয়েছে। ‌‌আপনারা সেটাই বিচার-বিশ্লেষণ করে দেখবেন। ‌‌

হাবিবুল আউয়াল বলেন, প্রথমবারের মতো আমরা সিসি ক্যামেরার মাধ্যমে একটি মনিটরিংয়ের ব্যবস্থা রেখেছিলাম। আমাদের মনিটরিং রুম থেকেও অনেকটা পর্যবেক্ষণ করতে পেরেছি। প্রথমবারের মতো হয়তো। এটা আমাদের ভোটিং ব্যবস্থায় নতুনত্ব। ‌

vote


বিজ্ঞাপন


ভোটের স্বচ্ছতার বিষয়ে সিইসি বলেন, স্বচ্ছতার বিষয়টি নিয়ে আমরা আগে থেকেই সতর্ক ছিলাম। যাতে ভোট স্বচ্ছ হয়। ‌কোনো প্রকার দুর্নীতি না হয়। সেজন্য যারা সংবাদকর্মী তাদের কিন্তু আমরা ভোটার কার্ড আগেই সরবরাহ করেছিলাম। এবার তাদের অবাধ পর্যবেক্ষণ রিপোর্ট দেওয়া হয়েছে। সেটারও কিন্তু একটি ইতিবাচক ফল এসেছে।

ভোটের বিষয়ে সবার কাছ থেকে যে মন্তব্যগুলো পেয়েছেন তেমন কোনো বিরূপ মন্তব্য পাননি জানিয়ে তিনি বলেন, সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছিল, সে সময় একটা বিঘ্ন ঘটেছিল। ভোটগ্রহণ কার্যক্রমে কিছুটা স্লোথ গতি এসেছিল। সার্বিকভাবে বলব আমাদের অভিমতে, সিটি করপোরেশন, পৌরসভা ও ১৩২টি ইউনিয়ন কাউন্সিল নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে হয়েছে। ‌‌

সবশেষে তিনি বলেন, নির্বাচন নিয়ে ভোটারদেরও আমরা তেমন কোনো অভিযোগ করতে শুনিনি। তবে ক্ষেত্রবিশেষে দুই একজন ভোটার বলেছে, তাদের অসুবিধা হয়েছিল, তবে এটি ব্যক্তিবিশেষে। আমি এতটুকু বলতে চাচ্ছি, এখনও কিন্তু পরিপূর্ণ মূল্যায়নের সময় হয়নি। কারণ আমরা এখনও কিন্তু অফিসিয়ালি ফলাফল পাইনি। তবে দিনে আপনারা যেটা দেখেছেন আমরাও সেটাই দেখেছি। 

এমআইকে/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর