সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

তিন প্রার্থীরই মুখে হাসি, দেখালেন ‘ভি’ চিহ্ন

বোরহান উদ্দিন
প্রকাশিত: ১৫ জুন ২০২২, ১০:৫৮ এএম

শেয়ার করুন:

তিন প্রার্থীরই মুখে হাসি, দেখালেন ‘ভি’ চিহ্ন

প্রত্যেকে জয়ের ব্যাপারে নিজেদের আত্মবিশ্বাসের কথা বলেছেন ভোটের আগে। ভোট দিয়েও বলেছেন জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারা। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আলোচনায় থাকা তিন প্রার্থী বুধবার (১৫ জুন) সকালে ভোট দেওয়ার পর প্রত্যেকে প্রদর্শন করেছেন বিজয় চিহ্ন।

সকালে ১১ নম্বর ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত এবং একই কেন্দ্রে এর কিছুক্ষণ পরে ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার ভোট দেন। ভোট দেওয়ার পর দুজনই এসময় বিজয় চিহ্ন দেখান।


বিজ্ঞাপন


এ সময় তাদের সঙ্গে থাকা কর্মী সমর্থকরা তুমুল করতালি দেন। 

ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে তারা বলেছেন, ভোট সুষ্ঠু হলে তারা বিজয়ী হবেন।

নৌকার প্রার্থী বলেছেন, ফলাফল যা হবে তা মেনে নেবেন। পরাজিত হলে বিজয়ী প্রার্থীকে প্রথম ফুলের মালা পরাবেন।

এদিকে ভোট দেওয়ার পর টানা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুও ভোট দেওয়ার পর বিজয় চিহ্ন প্রদর্শন করেছেন। বলেছেন, জয়ের ব্যাপারে তিনি শতভাগ নিশ্চিত।


বিজ্ঞাপন


কুমিল্লার ভোটাররা বলছেন, এই তিন প্রার্থীর মধ্যেই লড়াই হবে। তবে রিফাত ও সাক্কুর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে।

অবশ্য এখানকার অন্য দুই মেয়র প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের রাশেদুল ইসলাম ও কামরুল আহসান বাবুলের ভোট দেওয়ার পরে প্রতিক্রিয়া জানা যায়নি।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কুমিল্লা সিটি করপোরেশন ২৭টি ওয়ার্ডে বিভক্ত। এতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০। নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। তৃতীয়লিঙ্গের ভোটার দুজন। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট হবে। ভোট কেন্দ্রগুলোর মধ্যে ৮৯টি অতিঝুঁকিপূর্ণ, ৯টি ঝুঁকিপূর্ণ ও ৭টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এখানে ২ লাখ ২৯ হাজার ৯২০ জন (পুরুষ ১ লাখ ১২ হাজার ৮২৬; নারী ১ লাখ ১৭ হাজার ৯২ এবং হিজড়া ২)। ওয়ার্ড: ২৭টি সাধারণ, ৯টি সংরক্ষিত। ভোটকেন্দ্রে: ১০৫টি কেন্দ্রের ৬৪০টি ভোট কক্ষে হচ্ছে ভোটগ্রহণ।

প্রতিনিধি/বিইউ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর