সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

৯৫ বছর বয়সে ভোটকেন্দ্রে শহিদুল

কাজী রফিক
প্রকাশিত: ১৫ জুন ২০২২, ০৩:২৪ পিএম

শেয়ার করুন:

৯৫ বছর বয়সে ভোটকেন্দ্রে শহিদুল

বয়স শতক ছুঁইছুঁই। এই বয়সে হেঁটে চলা তো দূরের কথা, নিজের পায়ে ঠিকভাবে দাঁড়াতেই কষ্ট হয়। তবুও গণতান্ত্রিক অধিকারের আদায়ে ঘরে আটকে রাখা যায়নি বৃদ্ধ শহিদুল হককে। অন্যান্য ভোটারদের মতো তিনিও ভোট দিতে হাজির হয়েছেন ভোট কেন্দ্রে। শেষের দিকে নিজের ভোট দিতে পেরে বেজায় খুশি বৃদ্ধ শহিদুল।

কুমিল্লা সিটির ১৯নং নাম্বার ওয়ার্ডের নেউড়া সৈয়দপুর এলাকার বাসিন্দা শহিদুল হক চৌধুরীর সঙ্গে বুধবার বিকেলে ঢাকা মেইলের কথা হয়। আলাপকালে শহিদুল জানান, তার বর্তমান বয়স ৯৫ বছর। দীর্ঘ জীবনে অনেকবারই ভোটাধিকার প্রয়োগ করেছেন তিনি৷ এখন নিজের পায়ে হেঁটে চলা কষ্টকর হলেও সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে ভোট কেন্দ্রে এসেছেন। তবে অন্যের সাহায্য ছাড়া সেটি সম্ভব হয়নি৷ তাই তো পরিবারের সদস্যের কাঁধে ভর করে ভোটকেন্দ্রে এসেছেন শহিদুল।


বিজ্ঞাপন


ঢাকা মেইলকে এই বৃদ্ধ বলেন, 'ভোট ভালো হইছে। ভোট দিলাম। মেশিন বুঝি না। বুঝাইয়া দিছে।'

শহিদুল বলেন, 'ভোট দেওয়া লাগে। এটা দায়িত্ব। তাই কষ্ট কইরা আসলাম।'

সকাল আটটায় ২৭টি ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু হয়েছে। এতে মোট ২ লাখ ২৯ হাজার ৯২০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

নির্বাচন উপলক্ষে ভোটারদের মধ্যে সকাল থেকে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট চলছে কুমিল্লা সিটিতে।


বিজ্ঞাপন


কারই/এমআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর