সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

ফলাফল প্রত্যাখ্যান, আইনি লড়াইয়ে যাবেন সাককু

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জুন ২০২২, ১০:০৯ পিএম

শেয়ার করুন:

ফলাফল প্রত্যাখ্যান, আইনি লড়াইয়ে যাবেন সাককু

ফলাফল পাল্টে দিয়ে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আরফানুল হক রিফাতকে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন মনিরুল হক সাক্কু। বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী ফলাফল ঘোষণার পরই তা প্রত্যাখ্যান করে আইনী লড়াইয়ে যাওয়ার ঘোষণা দেন টেবিল ঘড়ি মার্কার মেয়রপ্রার্থী মনিরুল হক সাক্কু।

ফলাফল ঘোষণার সময় কুমিল্লার শিল্পকলা একাডেমিতে উপস্থিত ছিলেন মনিরুল হক সাক্কু। 


বিজ্ঞাপন


তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমি পুরোপুরিভাবে এ ফলাফল প্রত্যাখ্যান করছি। এ বিষয়ে আমি আইনি ব্যবস্থা নেব। আমার হিসাবে ৯৮০ভোটে এগিয়ে ছিলাম। শেষ মুহূর্তে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে।

তিনি আরও অভিযোগ করে বলেন, ‘ইভিএমে যেহেতু নির্বাচন হয়েছে, ফলাফল ঘোষণায় তাহলে এতো দেরি কেন করলো। এতেই প্রমাণিত হয় ফলাফল পাল্টে দেওয়া হয়েছে।’

নৌকা প্রতীকে নির্বাচন করে ৫০ হাজার ৩১০ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয় রিফাতকে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৭৬ ভোট। সে হিসেবে সাক্কুর চেয়ে ৩৪৩ ভোট বেশি পেয়ে কুমিল্লা সিটির নতুন মেয়র নির্বাচিত হয়েছেন রিফাত।

বিইউ/ একেবি


বিজ্ঞাপন


 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর