সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

ভোটকেন্দ্রে গোলযোগের চেষ্টা, জটলা পাকিয়ে সাজার মুখে অনেকে

বোরহান উদ্দিন
প্রকাশিত: ১৫ জুন ২০২২, ১২:২৬ পিএম

শেয়ার করুন:

ভোটকেন্দ্রে গোলযোগের চেষ্টা, জটলা পাকিয়ে সাজার মুখে অনেকে

শান্তিপূর্ণভাবে চলছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। বুধবার (১৫ জুন) সকাল থেকে শুরু হওয়া ভোটে সেই অর্থে বিশৃঙ্খলার খবর না পাওয়া গেলেও কেন্দ্রে গোলযোগের চেষ্টা করতে গিয়ে সাজার মুখে পড়েছেন অনেকে। কয়েকজনকে আটকও করা হয়েছে।

ভোটকেন্দ্রের আশপাশের এলাকায় অযাচিত ঘোরাফেরা করার কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাউকে এক সপ্তাহ, কাউকে তিন দিনের সাজা দিয়েছেন। 


বিজ্ঞাপন


নগরীর ফরিদা বিদ্যালয়তনের সামনে থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা মেহেদী হাসান, সোহানুর রহমান, রিয়াদকে আটক করে তিন দিনের সাজা দিয়েছেন।

ঢাকা মেইলকে তিনি বলেন, যেখানেই দেখছি লোকজন অযাচিত ঘোরাফেরা করে তাদের আমরা সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। কাউকে কাউকে সাজাও দিচ্ছি।

city2

এদিকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সংরাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে পাঁচ বহিরাগতকে সকাল সোয়া ১০টায় আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 


বিজ্ঞাপন


এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, বিজিবি ও র‍্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বহিরাগতদের এলাকা ছাড়ার জন্য মাইকিং করেন।

তবে তা সত্ত্বেও কেন্দ্রের বাইরে অযাচিত মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে বেশিরভাগ কেন্দ্রে। 

বিইউ/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর