সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

কুমিল্লার ভোটে বৃষ্টির বাগড়া শেষে রোদের হাসি

বোরহান উদ্দিন
প্রকাশিত: ১৫ জুন ২০২২, ১০:৫৭ এএম

শেয়ার করুন:

কুমিল্লার ভোটে বৃষ্টির বাগড়া শেষে রোদের হাসি

সবকিছু ঠিকঠাক ছিলো। শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিলো কুমিল্লা সিটি করপোরেশনের ভোটগ্রহণ। কিন্তু বুধবার (১৫ জুন) ঘণ্টাখানেক ভোট নিতে নিতেই শুরু হয় বৃষ্টি। ফলে দুর্ভোগ বাড়ে ভোটারদের, আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার। এতে দুশ্চিন্তা বাড়ে প্রার্থীদের মধ্যে। কারণ বৃষ্টিতে ভোটাররা আসতে বিপাকে পড়েন। কিন্তু খুশির খবর আধাঘণ্টা বৃষ্টি হওয়ার পর থেমে যায়। ধীরে ধীরে রোদের দেখা মেলে। সবার মধ্যে নেমে আসে স্বস্তি। 

অবশ্য অনেক ভোটারকে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে, কেউ আবার ছাতা ছাড়াই বৃষ্টিতে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।


বিজ্ঞাপন


তবে বৃষ্টির কারণে অনেক কেন্দ্রের মাঠে পানি জমে যায়। এতে এখনো লাইনে দাঁড়ানো ভোটারদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।

সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত। সকাল থেকে অনেক কেন্দ্রে ভোটারদের লাইন দেখা গেছে।

যদিও গত কয়েকদিন ধরেই কুমিল্লায় মাঝেমধ্যে বৃষ্টিপাত হয়েছে। এতে শহরে যেসব রাস্তায় সংস্কার কাজ চলছে সেসব জায়গায় পানি জমে গেছে। ফলে চলতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে নগরবাসীকে।

vote


বিজ্ঞাপন


নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কুমিল্লা সিটি করপোরেশন ২৭টি ওয়ার্ডে বিভক্ত। এতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০। নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। তৃতীয়লিঙ্গের ভোটার দুজন। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট হবে। ভোট কেন্দ্রগুলোর মধ্যে ৮৯টি অতিঝুঁকিপূর্ণ, ৯টি ঝুঁকিপূর্ণ ও ৭টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এখানে ২ লাখ ২৯ হাজার ৯২০ জন (পুরুষ ১ লাখ ১২ হাজার ৮২৬; নারী ১ লাখ ১৭ হাজার ৯২ এবং হিজড়া ২)। ওয়ার্ড: ২৭টি সাধারণ, ৯টি সংরক্ষিত। ভোটকেন্দ্রে: ১০৫টি কেন্দ্রের ৬৪০টি ভোট কক্ষে হচ্ছে ভোটগ্রহণ।

ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হবে এখানকার ১০৫টি কেন্দ্রের ভোট। তাই ইভিএমে নিয়ে তরুণ ভোটারদের মধ্যে বেশ আগ্রহ দেখা গেছে। 

এবারের নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৫ জন। তারা হলেন— মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত (নৌকা), সদ্য সাবেক মেয়র ও বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি), স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রাশেদুল ইসলাম (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল (হরিণ)। 

এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন করছেন ১০৬ জন প্রার্থী।

প্রতিনিধি/বিইউ/কারই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর