সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়ার অভিযোগ কায়সারের

বোরহান উদ্দিন ও মোহাম্মদ শরীফ
প্রকাশিত: ১৫ জুন ২০২২, ১০:০৫ এএম

শেয়ার করুন:

ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়ার অভিযোগ কায়সারের

নিজের ভোট প্রদান শেষে কুসিকের স্বতন্ত্র মেয়রপ্রার্থী নিজামউদ্দিন কায়সার অভিযোগ করেছেন, ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়া হচ্ছে। তারপরও শেষ পর্যন্ত সুষ্ঠু ভোট হলে তিনি ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হবেন।

বুধবার (১৫ জুন) সকালে কুমিল্লার কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের একথা বলেন।


বিজ্ঞাপন


কায়সার বলেন, ২৭ নম্বর ওয়ার্ডে বুথ কমিয়ে দেওয়া হয়েছে। সেখানে আমার এজেন্ট কমিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে নৌকার প্রার্থীর এজেন্ট সেখানে ডাবল আছে। এটা তো ঠিক না।

তিনি অভিযোগ করে বলেন, ভোটারদের কাছ থেকে জেনেছি ৫ নম্বর ওয়ার্ডে ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়া হচ্ছে। 

ভোটের পরিবেশ নিয়ে স্বতন্ত্র এ মেয়রপ্রার্থী বলেন, আমি যেহেতু ভোটারদেরকে কেন্দ্রে বেশি বেশি করে আসার আহ্বান জানিয়েছিলাম তারা সকালে কেন্দ্রে এসেছেন। কিন্তু বৃষ্টির কারণে সমস্যার তৈরি হয়েছে। এটা ভোটে প্রভাব পড়বে। তবে শেষ পর্যন্ত সুষ্ঠু ভোট হলে ঘোড়া মার্কা বিজয়ী হবে।

কেন নিজের প্রতি তার এমন আত্মবিশ্বাস- এমন প্রশ্নের জবাবে কায়সার বলেন, কুমিল্লার নগর নিয়ন্ত্রণ করেছেন তারা এক ধরনের দানবীয় শাসন প্রতিষ্ঠা করেছেন। ফলে আমার বিশ্বাস ভোটাররা আমাকে বেছে নেবেন। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/বিইউ/কারই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর