সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

এক ঘণ্টার সাজা খেটে স্যালুট দিয়ে মতিনের বিদায়!

বোরহান উদ্দিন
প্রকাশিত: ১৫ জুন ২০২২, ০২:৩১ পিএম

শেয়ার করুন:

এক ঘণ্টার সাজা খেটে স্যালুট দিয়ে মতিনের বিদায়!
ছাড়া পেয়ে ম্যাজিস্ট্রেটকে স্যালুট জানান মতিন। ছবি: ঢাকা মেইল

নিজের ভোট দেওয়ার পরও বারবার কেন্দ্রে প্রবেশ করার খেসারত দিলেন আব্দুল মতিন। কুমিল্লা সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের এই ভোটারকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জেল-জরিমানা না করে এক ঘণ্টা গাড়িতে বসিয়ে রেখে ছেড়ে দেন। ছাড়া পেয়ে মতিন স্যালুট দিয়ে বিদায় নেন।

ছাড়া পেয়ে উৎফুল্ল আব্দুল মতিন ঢাকা মেইলকে বলেন, 'আমার পাওয়ার সম্পর্কে অফিসার জানেন না। জানলে গাড়িতে বসাইয়া রাখতেন না।'


বিজ্ঞাপন


সম্মানহানি হবে এই আশঙ্কায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিজের পরিচয় দেননি বলে দাবি করেন এই নৌকার সমর্থক।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ দিকে চলে এলেও ভোটারদের উপস্থিতি নেই। বেশিরভাগ কেন্দ্র ফাঁকা।

ff
বিকেলের দিকে ফাঁকা হয়ে যায় বেশির ভাগ কেন্দ্র। ছবি: ঢাকা মেইল

এদিকে সকাল থেকে তেমন কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া না গেলেও কেন্দ্রের সামনে অযাচিত ঘোরাফেরা, ভোটার না হয়েও কেন্দ্রে ঢোকার অপরাধে মতিনের মতো আরও অনেককে সাজা দেওয়া হয়েছে। কাউকে সাত দিন, কাউকে তিন দিনের জেল দেওয়া হয়েছে। জরিমানাও করা হয়েছে অনেককে।


বিজ্ঞাপন


আব্দুল মতিনের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি কুমিল্লা মিশন স্কুলের ভোটার ছিলেন৷ যেটি নগরের ৯ নম্বর ওয়ার্ডে আওতাভুক্ত। 

কী কারণে তাকে গাড়িতে বসিয়ে রাখা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘বারবার কেন্দ্রের মধ্যে ঢুকছিলাম। স্যার মনে করেছে আমি জাল ভোট দিতাছি। সমস্যা নাই। এক ঘণ্টা বসাইয়া রাখছে।'

বিইউ/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর