বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

ভিন্ন চিত্র ১৫ নং ওয়ার্ডে, কেন্দ্রে নেই ভোটার

খলিলুর রহমান, কাজী রফিক
প্রকাশিত: ২৫ মে ২০২৩, ১১:১৪ এএম

শেয়ার করুন:

ভিন্ন চিত্র ১৫ নং ওয়ার্ডে, কেন্দ্রে নেই ভোটার

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অন্যান্য ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। অধিকাংশ ওয়ার্ডে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো হলেও ভিন্ন চিত্র দেখা গেছে ১৫ নং ওয়ার্ডে। এই কেন্দ্রে ভোটার উপস্থিতি হাতেগোনা। এমনকি এলাকায়ও ভোটের আমেজ নেই।

বৃহস্পতিবার (২৫ মে) ভোটের দিন সকালে ওয়ার্ডটি ঘুরে এমন চিত্র দেখা গেছে। ওয়ার্ডের ৪০ নং ভোগড়া মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি নারী কেন্দ্র।


বিজ্ঞাপন


ভোটকেন্দ্রটি ঘুরে দেখা যায়, কেন্দ্রের সামনে ভোটারদের কোনো লাইন নেই। এমনকি বুথেও ভোটারদের কোনো লাইন দেখা যায়নি। কিছু সময় পরপর দুই-একজন ভোটার এসে নির্বিঘ্নে ভোট দিয়ে চলে যাচ্ছেন।

কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার সরকার ঢাকা মেইলকে জানান, এ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা তিন হাজার ৬৮৬ জন। সকাল পৌনে ১০টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ১৩৪টি, যা মোট ভোটের ৩ দশমিক ৬ শতাংশ।

ইন্দ্রজিত কুমার সরকার আরও বলেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভোট হচ্ছে। তবে ভোটার উপস্থিতি একটু কম।

ভোটার উপস্থিতি কম ওয়ার্ডের পুরুষ কেন্দ্র উম্মুল কুরা বালিকা মাদরাসা কেন্দ্রেও৷ কেন্দ্রটিতে ভোটার সংখ্যা তিন হাজার ৬১১ জন। সকাল ১০টা পর্যন্ত কেন্দ্রটিতে ভোট পড়েছে ৩১২টি।


বিজ্ঞাপন


gazipur-2

কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল লতিফ ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

ভোটার উপস্থিতি এমন হওয়ার কারণ জানতে চাইলে স্থানীয়রা জানান, ওয়ার্ডটিতে কাউন্সিলর প্রার্থী না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ 

শুধু মেয়র প্রার্থী ও চারজন সংরক্ষিত আসনের প্রার্থীর জন্য ভোটগ্রহণ হচ্ছে ওয়ার্ডটিতে।

এর আগে সকাল আটটায় রাজধানী লাগোয়ো সিটি করপোরেশনটিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত।

৫৭টি ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন এবং মহিলা ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন। এছাড়াও বিপরীত লিঙ্গের (হিজড়া) ভোটার আছেন ১৮ জন।

কারই/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর