বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

ভোগান্তি ছাড়াই ইভিএমে ভোট

কাজী রফিক
প্রকাশিত: ২৫ মে ২০২৩, ০৯:৫১ এএম

শেয়ার করুন:

ভোগান্তি ছাড়াই ইভিএমে ভোট

প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হচ্ছে গাজীপুর সিটি করপোরেশনে। প্রথমবার হলেও এতে কোনো ভোগান্তি পোহাতে হয়নি বলে জানিয়েছেন ভোটাররা। 

বৃহস্পতিবার (২৫ মে) সকালে গাজীপুর চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে একথা জানিয়েছেন একাধিক ভোটার। 


বিজ্ঞাপন


এদিন সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এর মধ্যে সকাল ৮টার আগে যেসব ভোটার কেন্দ্রে এসেছেন তাদের লাইনে দাঁড়াতে দেখা গেছে। এতে ছিলেন সব বয়সের নারী ও পুরুষ। 

গাজীপুরে ইভিএম মেশিন নতুন হলেও ভোট দিতে বেগ পেতে হয়নি ভোটারদের। এমনই একজনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। জীবনের প্রথম ভোট দিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন তিনি। তরুণ এই ভোটার বলেন, প্রথমবার ভোট দিলাম। ভালোই লাগলো। কোনো সমস্যা হয়নি।

ইভিএমে ভোট দেওয়ার অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেন, ইভিএম কঠিন কিছু না। সহজই ছিল।

এক তরুণী ঢাকা মেইলকে বলেন, কোনো সমস্যা হয়নি। ইভিএমকে যেমন কঠিন বলা হয়েছিল, তেমন কঠিন কিছুই না।


বিজ্ঞাপন


ভোট দিয়েছেন বয়স্করাও। এক সঙ্গে তিন প্রবীণ নারী ভোটার চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দিয়ে নিজেদের অভিজ্ঞতা জানান। এরমধ্যে একজন বলেন, ভোট দিছি, মেশিনে। ক্যামনে দেওয়া লাগে দেখাইয়া দিছে।

এ সময় এক প্রশ্নের জবাবে প্রবীণ এই নারী ভোটার জানান, ‘আমগোটা আমরাই দিছি। কেউ জোর করে নাই।’

কারই/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর