বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

ভোট শুরুর আগেই দীর্ঘ লাইন

খলিলুর রহমান
প্রকাশিত: ২৫ মে ২০২৩, ০৮:১৭ এএম

শেয়ার করুন:

ভোট শুরুর আগেই দীর্ঘ লাইন

গাজীপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণ শুরুর আগেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। বৃহস্পতিবার (২৫ মে) সকাল আটটায় ভোট শুরু হলেও তার অনেক আগেই কেন্দ্রে যান অনেক ভোটার। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় থাকেন তারা।

টঙ্গীর ৫৭ নম্বর ওয়ার্ডের দারুস সালাম মাদরাসা কেন্দ্রে সকাল সাড়ে ৭টার পর দেখা যায়, অনেক ভোটার লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তর সইছিল না তাদের। সেজন্য সাতসকালেই কেন্দ্রে হাজির হন তারা। পুরুষের পাশাপাশি অনেক নারী ভোটারকেও বিভিন্ন কেন্দ্রে সকালে আসতে দেখা যায়।


বিজ্ঞাপন


নির্বাচনে মেয়র পদে আটজন অংশ নিলেও মূলত লড়াই হবে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খান এবং সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী টেবিল ঘড়ি প্রতীকের জায়েদা খাতুনের মধ্যে।

gazipur-1

গাজীপুর ১৬ নম্বর ওয়ার্ডে চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ ভোট কেন্দ্রে গিয়েও ভোটারদের সারি দেখা গেছে, এই কেন্দ্রে ভোট শুরুর আগে পুরুষ ভোটারের পাশাপাশি অনেক নারীকে আসতে দেখা গেছে।

প্রিজাইডিং অফিসারসহ ভোট পরিচালনাকারী কর্মকর্তারা নিজ নিজ কক্ষে অবস্থান করছেন। ভোটে অংশ নেওয়া প্রার্থীদের এজেন্টরাও ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছেন। ভোট সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন।


বিজ্ঞাপন


সকাল আটটায় একযোগে ৪৮০টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৫৭টি ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন এবং মহিলা ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন। এছাড়াও বিপরীত লিঙ্গের (হিজড়া) ভোটার আছেন ১৮ জন।

gazipur

ভোটগ্রহণ শুরুর প্রথম ঘণ্টাতেই ভোট দেওয়ার কথা রয়েছে মেয়র প্রার্থীদের। নৌকার প্রার্থী মো. আজমত উল্লা খান টঙ্গীর দারুস সালাম মাদরাসা কেন্দ্রে সকালে ভোট দেবেন।

সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও তার মা জায়েদা খাতুন ভোট দেবেন কানাইয়া স্কুলের কেন্দ্রে। লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির এমএম নিয়াজ উদ্দিন টঙ্গী কলেজ রোড নিউ ব্লুন স্কুল, হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী গাজী আতাউর রহমান টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করবেন।

স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনূর ইসলাম রনি হাতি প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। তিনি টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতাল কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে।

gazipur-3

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, নির্বাচনের পরিবেশ ভালো। নির্বাচনী মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। তাদের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেটও আছেন।

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর