বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

‘মানুষ আশা করে তাই ভোট দিতে আইছি’

কাজী রফিক
প্রকাশিত: ২৫ মে ২০২৩, ১১:০৮ এএম

শেয়ার করুন:

‘মানুষ আশা করে তাই ভোট দিতে আইছি’

ভোট দেওয়া নাগরিকদের গণতান্ত্রিক দায়িত্ব ও অধিকার। তবে অনেকেই ভোট দেওয়া থেকে বিরত থাকেন। সে জায়গা থেকে ভিন্ন ইসকন বেগম। অসুস্থ শরীর নিয়েও এসেছেন ভোট দিতে। 

বৃহস্পতিবার (২৫ মে) সকালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৫ নম্বর ওয়ার্ডে ভোট দিয়েছেন তিনি। 


বিজ্ঞাপন


সকাল সাড়ে ৯টায় ওয়ার্ডের ৪০ নম্বর ভোগড়া মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নারী কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। 

ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার সরকার জানান, সকাল পৌনে ১০টা পর্যন্ত কেন্দ্রটিতে ভোট পড়েছে মাত্র ১৩৪টি। আর সেই ১৩৪ জনের মধ্যে ইসকন একজন। 

ভোট দিয়ে কেন্দ্রের দায়িত্বে থাকা ভিডিপি নারী সদস্যের কাঁধে ভর দিয়ে বাড়ির পথে যেতে দেখা যায় তাকে। এ সময় তার কাছে অসুস্থ শরীরে ভোট দিতে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, মানুষ আশা করে, তাই ভোট দিতে আইছি।

ইভিএমে ভোট দিতে কোনো সমস্যা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না, সমস্যা হয় নাই।’


বিজ্ঞাপন


তার বয়স সম্পর্কে জানতে চাইলে ইসকন বেগম বলেন, পঞ্চাশের বেশি হইবো। কত হইছে জানি না।’

কারই/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর