গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন আজ। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সিটি ভোটের সব কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে পুরো সিটি করপোরেশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ইতোমধ্যে পুলিশ, র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব পালন শুরু করেছেন।
বিজ্ঞাপন
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনে ৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তারা প্রতিটি ভোটকেন্দ্রের পাশাপাশি বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন। এছাড়া পুলিশ মোবাইল ডিউটি, স্ট্রাইকিং ফোর্স, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছে।
পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব ও আনসার সদস্যদের ৩০টি টিম কাজ করছে। একইসঙ্গে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সবমিলিয়ে পুরো সিটিতে প্রায় ১৩ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, জনগণ যেন সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট দিতে পারে আমাদের লক্ষ্য সেটাই। আমরা দেখিয়ে দিতে চাই পুরো গাজীপুরসহ সারা বিশ্বের লোকজন তাকিয়ে আছে আমাদের দিকে।
নজরুল ইসলাম বলেন, সিটি নির্বাচনে ৪৮০টি কেন্দ্রের মধ্যে ৩৫১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। সুতরাং ৩৫১টি কেন্দ্রে আমরা আলাদাভাবে গুরুত্ব দেব।
বিজ্ঞাপন
নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যদের উদেশ্যে তিনি বলেন, প্রিজাইডিং অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে। যেকোনো বিষয়ে প্রিজাইডিং অফিসারদের যোগাযোগ করে আইনানুযায়ী ব্যবস্থা নিতে হবে। ভোট কেন্দ্র সঠিকভাবে আছে কি না, নিরাপত্তার কোনো ঝুঁকি আছে কি না, কোথায় নিরাপত্তার ঝুঁকি আছে, এসব বিষয়ে প্রিজাংডিং অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গাজীপুর সিটিতে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ৩৩৩ প্রার্থী। এর মধ্যে মেয়র পদে আটজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন ভোটার। এদের মধ্যে পাঁচ লাখ ৯২ হাজার ৭৬২ জন পুরুষ ও পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী এবং ১৮ জন রয়েছে হিজড়া ভোটার। এই সিটিতে ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। মোট ভোটকেন্দ্র ৪৮০ ও মোট ভোট কক্ষ ৩ হাজার ৪৯৭টি। গতকাল বুধবার (২৪ মে) প্রতিটি ভোট কেন্দ্র ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হবে। শেষ হবে বিকাল চারটায়। ইভিএম মেশিনে ভোট নেওয়া হবে।
কেআর/এমআর




















































