বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

কেন্দ্রের সামনে বসানো হচ্ছে ভোটার স্লিপ বিতরণ কেন্দ্র

কাজী রফিক
প্রকাশিত: ২৪ মে ২০২৩, ০৭:৩৯ পিএম

শেয়ার করুন:

কেন্দ্রের সামনে বসানো হচ্ছে ভোটার স্লিপ বিতরণ কেন্দ্র

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হয়েছে মঙ্গলবার রাতেই। আজ রাত পোহালেই ভোটগ্রহণ করা হবে রাজধানীর লাগোয়া দেশের সবচেয়ে বড় এই সিটি করপোরেশনে। ভোটের আগের দিন কেন্দ্রের সামনে ভোটার স্লিপ বিতরণের জন্য টেবিল বসানো হচ্ছে৷

গাজীপুর চৌরাস্তা, বোর্ড বাজার, কলমেশ্বর, উত্তর খাইলকুর, চান্দনা এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। 


বিজ্ঞাপন


কেন্দ্রের সামনে ডেকরেটরের টেবিল পেতে এসব অস্থায়ী কেন্দ্র গড়ে তোলা হচ্ছে৷ কেউ কেউ কাপড় সাঁটিয়ে তৈরি করছেন এসব ভোটার স্লিপ বিতরণ কেন্দ্র।

gazipur-2

বুধবার বিকালে কলমেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নৌকা প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আজমত উল্লা খানের ভোটার স্লিপ বিতরণ কেন্দ্র বসানো হয়েছে৷ পাশেই বসানো হয়েছে ৩৫ নং ওয়ার্ড থেকে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ নেওয়া বাবুল হোসেন মণ্ডলের ভোটার স্লিপ বিতরণ কেন্দ্র৷

একই ওয়ার্ড থেকে রাতে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে আরও ভোটার স্লিপ বিতরণ কেন্দ্র বসানো হবে বলে জানিয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব শামসুল হক হাওলাদার।


বিজ্ঞাপন


gazipur-3

ঢাকা মেইলকে শামসুল হক বলেন, 'প্রচারণা গতকাল শেষ হয়েছে৷ আজ আমরা ভোটার স্লিপ বিতরণ কেন্দ্র করার প্রস্তুতি নিচ্ছি। রাতের মধ্যে এগুলো বসে যাবে।'

এদিকে গতকাল প্রচারণা শেষ হয়েছে। আজ সকল ধরণের প্রচার-প্রচারণা বন্ধ থাকার কথা। তবুও বিধি ভেঙে অনেক প্রার্থীর পক্ষে কেন্দ্রের আশপাশে পোস্টার সাঁটাতে দেখা গেছে। 

কারই/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর