শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

ডেঙ্গু মোকাবেলায় কতটা প্রস্তুত চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুলাই ২০২৩, ১১:৪৬ এএম

শেয়ার করুন:

ডেঙ্গু মোকাবেলায় কতটা প্রস্তুত চট্টগ্রাম

ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় মূলত বর্ষা মৌসুমে। কিন্তু এবার পুরোদমে বর্ষা নামার আগেই ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় চট্টগ্রামসহ সারাদেশে। যা ক্রমেই বাড়ছে। বিষয়টি নিয়ে চিন্তিত স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে নানা প্রস্তুতির কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, কিছুদিন বেশ গরম পড়লেও ঘূর্ণিঝড়ের পর থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে পানি জমে মশার লার্ভা সৃষ্টি হয়েছে, যেখানে এডিস মশার প্রজনন ঘটছে। মূলত এ কারণেই ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে।


বিজ্ঞাপন


ডেঙ্গু প্রতিরোধের অন্যতম উপায় হচ্ছে মশার লার্ভা ধ্বংস করা, এডিস মশার বংশ বিস্তার রোধ করা। মোট কথা মশা নিধন কার্যক্রম ত্বরান্বিত করা। আর মশা নিধনের এ কাজ স্বাস্থ্য বিভাগের নয়, সিটি করপোরেশনের। স্বাস্থ্য বিভাগ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে। অন্যথায় ডেঙ্গু পরিস্থিতি ২০১৯ সালের মতো আগ্রাসী রূপে দেখা দিতে পারে।

অভিন্ন মত পোষণ করে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমে জোর দিতে বলেছেন চিকিৎসকরা। তারা বলছেন, সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রম আরও গতিশীল করতে হবে। নয়তো ঢাকা ও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের মতো চট্টগ্রামেও ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।

এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, মশক নিধনে একশ দিনের ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে চসিক। ২২ জুন চমেক হাসপাতাল এলাকায় এই প্রোগ্রামের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

তবে নগরবাসীর অভিযোগ, চমেক হাসপাতালের সামনে ছাড়া মশক নিধনের কোনো কার্যক্রম কারও চোখে পড়েনি।


বিজ্ঞাপন


এদিকে ডেঙ্গুর চিকিৎসায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান। তিনি বলেন, আমাদের চিকিৎসক-নার্সরা আগে থেকেই ডেঙ্গু রোগীর চিকিৎসা ও সেবা দিয়ে আসছেন। তাই রোগী বাড়লেও পরিস্থিতি মোকাবেলায় শতভাগ প্রস্তুতি আমাদের রয়েছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর