রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

নাটোরে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৫, ০৮:২৭ এএম

শেয়ার করুন:

loading/img

নাটোরের লালপুরে রামকৃষ্ণপুর পশ্চিম পাড়া জামে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ লেখা ভেসে ওঠার ঘটনা ঘটেছে।

বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া জামে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ওই লেখা ভেসে উঠে।


বিজ্ঞাপন


এলাকাবাসী জানান, বুধবার মাগরিবের নামাজের সময় হঠাৎ মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ লেখা ভেসে উঠে। এরপর ‘বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে, তার চোখ উপড়ে নেওয়া হবে’ লেখা প্রদর্শিত হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা সাইনবোর্ডটির বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন। এর আগেও একবার মসজিদের সাইনবোর্ডে এ ধরনের লেখা ভেসে ওঠার ঘটনা ঘটেছিল বলে তারা জানান। তবে কীভাবে এই বার্তাগুলো সাইনবোর্ডে প্রদর্শিত হলো, তা নিশ্চিতভাবে কেউ বলতে পারিনি।

মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান বলেন, ‘এই ঘটনা শোনার পর সাইনবোর্ডটি বন্ধ রাখা হয়েছে। কীভাবে এটি ঘটল, তা এখনও বোঝা যাচ্ছে না। তবে আমরা মসজিদ কমিটি বিষয়টি নিয়ে তদন্ত করব। কে এ ঘটনার সঙ্গে জড়িত, তা খুঁজে বের করব।’

লালপুর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘বিষয়টি শুনেছি। প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে। এটি কোনো উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা নাকি প্রযুক্তিগত ত্রুটি, তা খতিয়ে দেখছে পুলিশ।’

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর