যশোরের শার্শা উপজেলায় দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে দশটার দিকে শার্শা ও বেনাপোল সড়কের মিনি স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, খলিলুর রহমানের ছেলে মোটরসাইকেল চালক রাসেল (২০) এবং বিল্লাল হোসেনের ছেলে জাহিদ (২২)। দুইজনের বাড়ি উপজেলার বৃত্তিবারীপোতা গ্রামে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, নিহতরা বুধবার রাত সাড়ে দশটার দিকে একটি নম্বরবিহীন কালো অ্যাপাচি ৪ ভি মোটরসাইকেলে নাভারন থেকে বেনাপোল অভিমুখে যাচ্ছিলেন। মিনি স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারকে সাইড দিতে গিয়ে দুর্ঘটনা ঘটে। ধাক্কায় রাসেল ও জাহিদ রাস্তায় ছিটকে পড়ে এবং মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে শার্শা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নাভারন থানার হাইওয়ে ওসি রোকনুজ্জামান বলেন, দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারকে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল চালক ও তার আরোহী দুজনই নিহত হয়েছেন।
প্রতিনিধি/একেবি