ফরিদপুরের আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলায় বোয়ালমারীর রবিউল ইসলাম (৪০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২ এপ্রিল) বিকেলে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
এর আগে মঙ্গলবার দিবাগত গভীর রাতে বোয়ালমারী ও আলফাডাঙ্গা থানা পুলিশ যৌথ অভিযানে বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে।
অভিযুক্ত আসামি রবিউল রূপাপাত ইউনিয়ন যুবলীগের ১ নম্বর সহ-সভাপতি ও মোড়া গ্রামের আক্কাচ আলীর ছেলে।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলার (মামলা নম্বর-৩) অজ্ঞাত আসামি রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তকে আগামীকাল বৃহস্পতিবার ফরিদপুর আদালতে পাঠানো হবে।
প্রতিনিধি/ এমইউ