বিনামূল্যে নগরীর বাসিন্দাদের ডেঙ্গু পরীক্ষা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্থাটির আওতাধীন মাতৃসদনসহ মোট ৪৬টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিনামূল্যে এ ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে।
ডিএনসিসি সূত্রে জানা যায়, ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সিটি করপোরেশনের ডেঙ্গু পরীক্ষায় আরও জোর দিয়েছে। জ্বরে আক্রান্ত, সন্দেহজনক রোগীরা নির্ধারিত কেন্দ্রে আসলেই এ সেবা নিতে পারবেন। পরীক্ষার জন্য কিটসহ সমস্ত প্রস্তুতি রয়েছে।
বিজ্ঞাপন
অঞ্চল-১ এর ডেঙ্গু টেস্টের কেন্দ্র রয়েছে— উত্তরা ১নং ওয়ার্ড ৬ নম্বর সেক্টরের নগর মাতৃসদন, উত্তরা ১নং ওয়ার্ড ১০ নম্বর সেক্টরের নগর স্বাস্থ্য কেন্দ্র-১, উত্তরা ১নং ওয়ার্ড ৪ নম্বর সেক্টরের নগর স্বাস্থ্য কেন্দ্র-২, উত্তরা ৪৮নং ওযার্ড মডেল টাউন নগর স্বাস্থ্য কেন্দ্র-৩, ৪৯নং ওয়ার্ড এয়ারফোর্ট নগর স্বাস্থ্য কেন্দ্র-৪, ৪৮ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান বাড়ি নগর স্বাস্থ্য কেন্দ্র-৬।
অঞ্চল-২ এর ৬নং ওয়ার্ডের মিরপুর সাড়ে এগারো নগর মাতৃসদন, মিরপুর ৬নং ওয়ার্ড নগর স্বাস্থ্য কেন্দ্র-১, মিরপুর ৭নং ওযার্ড নগর স্বাস্থ্য কেন্দ্র-৩, মিরপুর ৮নং ওয়ার্ড নগর স্বাস্থ্য কেন্দ্র-৪, মিরপুর ২নং ওয়ার্ড সূর্যের হাসি ক্লিনিক, মিরপুর ৪নং ওয়ার্ড সূর্যের হাসি ক্লিনিক, ঢাকা ক্যান্টনমেন্ট ১৫নং ওয়ার্ড র্সূযের হাসি ক্লিনিক।
অঞ্চল-৩ এ মগবাজার ৩৫নং ওয়ার্ডের নগর মাতৃসদন, মগবাজার ৩৫নং ওয়ার্ড নগর স্বাস্থ্য কেন্দ্র-২, মগবাজার ৩৬নং ওয়ার্ড নগর স্বাস্থ্য কেন্দ্র-৩, আমতলা ২০নং ওয়ার্ড নগর স্বাস্থ্য কেন্দ্র-৪, মধ্য বাড্ডা ২১নং ওয়ার্ড নগর স্বাস্থ্য কেন্দ্র-৫, শাহজাদপুর ১৮নং ওয়ার্ড সূর্যের হাসি ক্লিনিক, আফতাবনগর ২২নং ওয়ার্ড সূর্যের হাসি নেটওয়ার্ক, পশ্চিম নাখাল পাড়া ২৫নং ওয়ার্ড বামানেহ ক্লিনিক, খিলগাঁও তালতলা ২৩নং ওয়ার্ড সূর্যের হাসি ক্লিনিক।
অঞ্চল-৪ এ রয়েছে মিরপুর-১ এর ১৬নং ওয়ার্ডের নগর মাতৃসদন, মিরপুর-১ এর ১০নং ওয়ার্ডের নগর স্বাস্থ্য কেন্দ্র-১, কল্যাণপুর ১১নং ওয়ার্ডের নগর স্বাস্থ্য কেন্দ্র-২, পাইকপাড়া ১২নং ওয়ার্ডের নগর স্বাস্থ্য কেন্দ্র-৩, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার ১৬নং ওয়ার্ডের নগর স্বাস্থ্য কেন্দ্র-৪, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার ১৬নং ওয়ার্ডের নগর স্বাস্থ্য কেন্দ্র-৫, দারুস সালাম থানা মাঠ সংলগ্ন ৯নং ওয়ার্ডের সূর্যের হাসি ক্লিনিক, পাইকপাড়া ১২নং ওয়ার্ডের সূর্যের হাসি ক্লিনিক, পশ্চিম শেওড়াপাড়া ১৪নং ওয়ার্ডের সূর্যের হাসি ক্লিনিক।
বিজ্ঞাপন
অঞ্চল-৫ এ রয়েছে মোহাম্মদপুর ৩৩নং ওয়ার্ডের নগর মাতৃসদন, তেজগাঁও ২৬নং ওয়ার্ডের সূর্যের হাসি ক্লিনিক, ইন্দিরা রোড ২৭নং ওয়ার্ডের সূর্যের হাসি ক্লিনিক, আগারগাঁও ২৮ নং ওয়ার্ডের ইউপিএইচসিপি, শ্যামলী ২৯নং ওয়ার্ডের সূর্যের হাসি ক্লিনিক, আদাবর শেখের টেক ৩০নং ওয়ার্ডের সূর্যের হাসি ক্লিনিক, মোহাম্মদপুর ৩১নং ওয়ার্ডের ইউপিএইচসিপি, মোহাম্মদপুর ৩২নং ওয়ার্ডের ইউপিএইচসিপি, মোহাম্মদপুর ৩৩ নং ওয়ার্ডের ইউপিএইচসিপি, মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউন ৩৩নং ওয়ার্ডের ইউপিএইচসিপি, রায়ের বাজার ৩৪নং ওয়ার্ডের ইউপিএইচসিপি, রায়ের বাজার বটতলা ৩৪নং ওয়ার্ডের ইউপিএইচসিপি।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লে কর্নেল মো. গোলাম মোস্তফা সারওয়ার স্বাক্ষরিত ডেঙ্গু বিষয়ক বার্তায় এই কেন্দ্রেগুলোর নাম তুলে ধরা হয়।
ঢাকা উত্তর সিটি কপোরেশন (ডিএনসিসি) গণসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন ঢাকা মেইলকে জানান, উত্তর সিটি করপোরেশনে দীর্ঘদিন থেকে এ কার্যক্রম অব্যাহত রয়েছে। ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মেয়র স্যার এ কার্যক্রমে আরও জোর দিতে নির্দেশনা দিয়েছে। সে লক্ষে স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে।
ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, আমাদের আওতাধীন মাতৃসদন কেন্দ্রে মোট ৪৬টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাচ্ছে। আমি সবাইকে অনুরোধ করছি এই সময়ে কেউ জ্বরে আক্রান্ত হলে, বমি হলে বা ডেঙ্গুর কোন লক্ষণ দেখা দিলে দেরি না করে ডিএনসিসির স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করিয়ে নিন। নিজে সুস্থ থাকুন অন্যকেও সুস্থ রাখুন।
ডিএইচডি/এএস