শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

থানার পাশেই এডিস মশার প্রজনন কেন্দ্র!

খলিলুর রহমান
প্রকাশিত: ১০ জুলাই ২০২৩, ০৯:২৭ পিএম

শেয়ার করুন:

থানার পাশেই এডিস মশার প্রজনন কেন্দ্র!

রাজধানী ঢাকার এডিস মশার বিস্তার রোধে দুই সিটি করপোরেশন প্রতিদিন বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু বাতির নিচে অন্ধকারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানার প্রাঙ্গণে সবার অলক্ষ্যে তৈরি হচ্ছে এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ। এদিকে কেউ নজর দিচ্ছে না। ইতিমধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই পুলিশ সদস্যও মারা গেছেন।

সরেজমিন রাজধানীর বিভিন্ন থানা ঘুরে দেখা গেছে, থানাগুলোর সামনের সড়ক ও থানা চত্বরের খোলা জায়গায় গাড়ির সারি, কোথাও স্তূপ। ভাঙাচোরা এসব গাড়িতে বৃষ্টির পানি জমে আছে। কোনো কোনো থানায় ফেলে রাখা গাড়িতে গাছও জন্মেছে।


বিজ্ঞাপন


সংশ্লিষ্টরা জানান, এসব গাড়ির সবই মামলার আলামত। আইনি জটিলতায় বছরের পর পর গাড়িগুলো এভাবেই পড়ে থাকে। এর মধ্যে জমে থাকা পানিতে এডিস মশার জন্ম হয়।

রাজধানী গুরুত্বপূর্ণ খিলগাঁও থানার পাশে সিটি করপোরেশনের বিশাল মার্কেট। প্রতিদিন ওই মার্কেটে হাজার হাজার মানুষের আনাগোনা। এছাড়াও থানার আশপাশে রয়েছে আবাসিক এলাকা।

রোববার (৯ জুলাই) বিকেলে থানা প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, খিলগাঁও তালতলা মার্কেটের দুই নম্বর গেটের ডানদিকে দুটি সিএনজিচালিত অটোরিকশা রাখা আছে। পাশে সারিবদ্ধভাবে বারটি ভাঙ্গা রিকশা রাখা আছে। তারপর আরও চারটি সিএনজিচালিত অটোরিকশা। ঠিক উল্টো দিকে মার্কেটের পাশে দুটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি প্রাইভেটকার রাখা আছে। এগুলোর ভেতর ময়লা আবর্জনা, বৃষ্টির পানি ও পুরাতন পলিথিন।

খিলগাঁও থানা পিছনে গলিতে গিয়ে দেখা গেছে, সেখানে উপরে একটি জিপ গাড়ি রাখা আছে। এছাড়া একটি সিএনজিচালিত অটোরিকশা পড়ে আছে। জিপ গাড়িতে ময়লা পানি জমে আছে। ভাঙা অটোরিকশাতেও পানি জমে আছে।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, বৃষ্টি হলে এসব ভাঙাচোড়া গাড়িগুলোতে পানি জমে থাকে, এডিস মশার জন্ম হচ্ছে।

dengueশাহবাগ থানায় গিয়ে দেখা গেছে, থানার দক্ষিণ পাশে খালি জায়গায় পড়ে আছে সারি সারি গাড়ি। জায়গা সংকুলান না হওয়ায় কোথাও আবার এক গাড়ির ওপরে আরেকটি গাড়ি রাখা হয়েছে। এই থানায় প্রাইভেটকার, ট্রাক, মোটরসাইকেল, বাস, মিনিবাসসহ সব ধরনের গাড়ি রয়েছে। যার কোনো কোনোটির ভেতরে গাছও জন্মেছে।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক ভূঁইয়া ঢাকা মেইলকে বলেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাধ্যমে মশা নিধনের ওষুধ নিয়মিত দেওয়া হয়। থানার ভিতরে ও ডাম্পিং এলাকায় জমে থাকা পানি পরিষ্কার করা হয়।

শুধু শাহবাগ ও খিলগাঁও থানাই নয়, ঢাকা মহানগর পুলিশের ৫০টি থানার বেশিরভাগ থানার সামনেই পড়ে আছে ভাঙাচোড়া গাড়ি।

মোহাম্মদপুর, ভাটারা, রামপুরা, যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, মিরপুর থানা প্রাঙ্গণে দেখা গেছে, জব্দ করা যানবাহন ফেলে রাখা হয়েছে। এতে একদিকে থানার সৌন্দর্য নষ্ট হচ্ছে। অন্যদিকে থানার আশপাশের এলাকায় হয়ে উঠেছে এডিস মশার প্রজননস্থল।

থানার কর্মকর্তারা বলছেন, ডাম্পিং স্টেশনে জায়গা না থাকায় বাধ্য হয়ে থানা কম্পাউন্ডে রাখা হচ্ছে জব্দ করা গাড়ি। বছরের পর বছর থানা চত্বরে অযত্ন-অবহেলায় পড়ে থাকা এসব বাস, ট্রাক, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকার, মোটরসাইকেল ব্যবহার উপযোগিতা হারাচ্ছে।

ভাটারা থানায় গিয়ে দেখা গেছে, গাড়িগুলো রাখার জন্য থানার পাশের প্রধান সড়ক দখল করেই তৈরি করা হয়েছে ডাম্পিং স্টেশন। এতে গুরুত্বপূর্ণ এই সড়কটিতে দিন-রাত নিয়মিত তীব্র যানজটের সৃষ্টি হয়। বন্ধের দিনগুলোতে দিনে যানজট কম থাকলেও অফিস ডে-তে নাজেহাল হতে হয় এই পথে চলাচলকারীদের। তবে পুলিশের দাবি, নিরুপায় হয়ে সড়কে গাড়ি রেখেছেন তারা। মামলার আলামত হিসেবে বিভিন্ন সময় গাড়িগুলো জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন থানার পুলিশ সদস্যরা।

dengueস্থানীয়রা জানান, রাজধানীর নতুন বাজার এলাকায় ভাটারা থানার সামনে দীর্ঘদিন থেকে রাস্তা দখল করে রাখা হয়েছে গাড়িগুলো। বর্ষা আসলে থানা-সংলগ্ন ভাঙা গাড়িগুলোতে জমে থাকা পানিতে মশা ডিম পাড়ে। এতে মশার উৎপাত বৃদ্ধি পায়।

এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই সদস্যের মৃত্যু হয়েছে। এছাড়া ডিএমপির অর্ধশতাধিক সদস্য ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

মারা যাওয়া দুই সদস্য হলেন- হাজারীবাগ থানার কনস্টেবল রাসেল শিকদার ও গেন্ডারিয়া থানার কনস্টেবল আয়েশা আক্তার।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী ঢাকা মেইলকে বলেন, আমাদের এক সদস্য ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এরপর থেকে আমরা জমে থাকা পানি পরিষ্কার-পরিচ্ছন্ন করছি। দুইদিন পর পর আমরা নিজ উদ্যোগে ওষুধ ছিটানো হচ্ছে।

সোমবার (১০ জুলাই) ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তার ঢাকা মেইলকে বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত আমাদের দুই পুলিশ সদস্য মারা গেছেন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল পর্যন্ত ডিএমপির অর্ধশতাধিক সদস্য রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে ডিএমপির সব ডিসি, থানার ওসিদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বৃষ্টির জমে থাকা পানি যাতে দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় সে বিষয়টি খেয়াল রাখতে বলা হয়েছে।

কেআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর