রোববার, ৩০ মার্চ, ২০২৫, ঢাকা

এডিস মশা চেনার উপায়, কামড়ায় কখন?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০২৩, ০১:০৮ পিএম

শেয়ার করুন:

loading/img

বর্ষা এলেই বাড়ে এডিস মশার সংখ্যা। এই মশাটির বংশবিস্তারের উপযুক্ত সময় এটি। এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়। বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় মশাটি সম্পর্কে মানুষের জানার আগ্রহ বেড়েছে। 

এডিস মশার কামড়ে ডেঙ্গুর জীবাণু একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়ে। এই মশা কখন কামড়ায় তা নিয়ে রয়েছে নানা মত। তার আগে চলুন এডিস মশা কীভাবে চিনবেন তা জেনে নিই- 


বিজ্ঞাপন


adis

এডিস মশা চেনার উপায়

সাধারণত এই মশা অন্য মশার চেয়ে বেশি কালো হয়। এর পায়ে ও শরীরের পাশে সাদা ডোরাকাটা দাগ থাকে। এডিস মশার মাথার পেছনে ওপরের দিকে কাস্তের মতো সাদা দাগ থাকে। অন্য মশার ক্ষেত্রে মাঝ বরাবর সাদা দাগ থাকে। এই দুটো শারীরিক গঠন চিহ্নিত করা যায় এডিস মশা।

এডিস মশা কখন কামড়ায়? 


বিজ্ঞাপন


সবচেয়ে প্রচলিত তথ্য অনুযায়ী, দিনের বেলায় এডিস মশা কামড়ায়। বলা হয় ভোর বা সূর্য ওঠার ৩-৪ ঘণ্টা পর এবং বিকেল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয় থাকে এই মশা। 

adis

তবে এডিস মশা যে কেবল দিনে কামড়ায়, রাতে কামড়ায় না এমন ধারণা ভুল। এ মশা কখন সক্রিয় থাকে তা নিয়ে প্রাণীবিজ্ঞানী ও কীটতত্ত্ববিদদের মধ্যে সামান্য মতপার্থক্য আছে।

প্রাণীবিজ্ঞানীদের সাম্প্রতিক পর্যবেক্ষণ অনুযায়ী, কেবল দিনের বেলায় নয় এডিস মশা সক্রিয় থাকে উজ্জ্বল আলোতে। অর্থাৎ ঘর আলোকিত থাকলে রাতেও কামড়াতে পারে এই মশা।

adis

ভরদুপুরের চেয়ে আলো-আঁধারি এডিস মশার বেশি পছন্দ। তাই ভোর বা সূর্যোদয়ের সময় এবং গোধূলি বা সূর্যাস্তের সময় এসব মশার ক্ষেত্রে কামড়ানোর জন্য পছন্দসই সময়। রাতের বেলায়ও কৃত্রিম আলো-আঁধারিতে এডিস মশা কামড়াতে পারে।

এডিস মশা স্বচ্ছ পরিষ্কার পানিতে ডিম পাড়ে। তাই ডেঙ্গু প্রতিরোধে করতে এডিস মশা ডিম পাড়তে পারে এমন সম্ভাব্য স্থানগুলো স্থানগুলোকে পরিষ্কার রাখতে হবে। মশক নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে হবে। বাড়ির আশপাশে, ফুলের টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে এবং সতর্ক থাকতে হবে। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর