বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সমমনা সরকারবিরোধী দলগুলোর ডাকা অবরোধের গত ১২ ঘণ্টায় তিনটি যানবাহনে আগুন দেওয়ার খবর পেয়েছে ফায়ার সার্ভিস। রোববার (৫ নভেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের পক্ষ জানানো হয়েছে, সকাল ৬টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এসব আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১২ ঘণ্টায় উচ্ছৃঙ্খল জনতার হাতে লাগা আগুনের তিনটি খবর পেয়েছেন তারা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ফায়ার সার্ভিস জানায়, রোববার ৬টা ২৪ মিনিটে গাজীপুরের ভোগরায় একটি যাত্রীবাহী বাসে, সকাল ১১টা ৫০ মিনিটে খাগড়াছড়ি জিরো মাইল এলাকায় একটি মিনি ট্রাকে এবং ঢাকার বাঙলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৈতালি নামে একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই তিন ঘটনায় তারা খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের ইউনিট নিয়ে ছুটে যান এবং আগুন নিভিয়ে ফেলেন।
বিজ্ঞাপন
এছাড়াও রাজধানীর দক্ষিণ বনশ্রীর মেরাদিয়া এলাকায় অছিম পরিবহনের বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে চালক দগ্ধ হয়েছেন। এছাড়াও সেই বাসের চালক ও হেলপার আহত হয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় পুলিশের গাড়িতে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করার সময় ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
এমআইকে/এইউ











































