মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাজীপুরে বিএনপির ডাকা অবরোধে কাভার্ডভ্যান আগুন

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৩, ০৯:০৬ এএম

শেয়ার করুন:

গাজীপুরে বিএনপির ডাকা অবরোধে কাভার্ডভ্যান আগুন

গাজীপুরে বিএনপির ডাকা অবরোধে কাভার্ডভ্যান আগুন দিয়েছে সমর্থকরা। বিক্ষিপ্ত এই ঘটনা ছাড়া গাজীপুরে বিএনপির ডাকা অবরোধ অনেকটা নিরুত্তাপভাবে চলছে। মহাসড়কে দূরপাল্লার যানবাহন কম চললেও আন্তজেলা মিনিবাস ও অন্যান্য হালকা যানবাহন চলাচল করছে। বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রোববার (৫ নভেম্বর) সকাল থেকে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার, আন্তজেলা বাস, মিনিবাস ও হালকা যানবাহন চলাচল করছে। তবে এসব গণপরিবহন প্রয়োজনের তুলনায় কম চলাচল করছে। বিভিন্ন  শ্রেণিপেশার মানুষ রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে চড়ে গন্তব্যে পাড়ি দিচ্ছেন। সড়ক মহাসড়কে বেড়েছে সাধারণ মানুষের উপস্থিতি। বিপণী বিতান, দোকান পাট ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রয়েছে। এছাড়া ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস সড়ক সহ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া শিল্প পুলিশ, র্যাব কাজ করছে। টহলে রয়েছে বিজিবি সদস্যরা।


বিজ্ঞাপন


IMG-20231105-WA0000

এদিন, ভোগড়া বাইপাস এলাকায় ভোর ৬টার দিকে একটি গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গাড়ির সামনের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম হোসেন বলেন, ভোর ৬টার দিকে মোগরখাল এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর