সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফার সারাদেশ ব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে নাটোরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা।
রোববার (৫ নভেম্বর) ভোরে নাটোর-রাজশাহী মহাসড়কের তোকিয়া এলাকায় সড়ক অবরোধ করে মিছিল করে বিএনপি নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
এসময় বিএনপি নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। সড়কে বসে নেতাকর্মীরা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন—জেলা বিএনপির অন্যতম সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল রনি, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ ঢাকা মেইলকে বলেন, বিষয়টি শুনেছি। সড়কে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
টিবি











































