মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফেনীতে অবরোধ সমর্থনে বিএনপির বিক্ষোভ

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৩, ১০:১৮ এএম

শেয়ার করুন:

ফেনীতে অবরোধ সমর্থনে বিএনপির বিক্ষোভ

ফেনীতে বিএনপি-জামায়াতের আহ্বানে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (৫ নভেম্বর) সকাল ৮টার দিকে ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ফেনী শহরের ট্রাংক রোডের দাউদপুর ব্রিজ থেকে শুরু হয়ে সেন্ট্রাল স্কুলের সামনে এসে রামপুরের দিকে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে দলীয় নেতাকর্মীরা শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকে। 


বিজ্ঞাপন


এছাড়া, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর অংশ ফাঁকা দেখা গেছে। তবে থেমে থেমে কিছু মালবাহী পরিবহন চলছে। মহিপাল এলাকায় বাস কাউন্টার খোলা থাকলেও যাত্রী না থাকায় কর্মচারীরা অলস সময় পার করছে। ফেনী থেকে ছেড়ে যায়নি স্টার লাইন বাসসহ অন্যকোন দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন। তবে ফেনী শহর ও উপজেলা শহরগুলোতে স্বল্প পরিসরে চলছে থ্রিহুইলার।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম চৌধুরী বলেন, অবরোধের নামে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। সড়ক মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর