মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাঙ্গুনিয়ায় ভোররাতে বাসে আগুন, ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৩, ১২:১১ পিএম

শেয়ার করুন:

রাঙ্গুনিয়ায় ভোররাতে বাসে আগুন, ভাঙচুর

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের তৃতীয় দিনে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি বাসে আগুন ও দুটি বাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার চন্দ্রঘোনার লিচু বাগান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে আটক করতে পারেনি।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।

তিনি বলেন, উপজেলার চন্দ্রঘোনা এলাকায় রাস্তায় দাঁড়ানো অবস্থায় এবি ট্রাভেলস নামের এক বাসে (চট্টমেট্রো ব-১১-১৭৬৬) আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় বাসের আগুন নেভানো হয়। এছাড়া একই নামের আরও দুটি বাসও (চট্টমেট্রো ব-১১-১৮১২ ও চট্টমেট্টো- ১১-১৯৪৩) ভাঙচুর করা হয়। তবে বাসে কেউ ছিলেন না। পুলিশ যাওয়ার পর ঘটনাস্থলে কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হচ্ছে।

এর আগে গত মঙ্গলবার ভোরে চন্দ্রঘোনা কদমতিল ইউনিয়নের আধুরপাড়া এলাকায় পাথরবোঝাই দুটি ট্রাকে আগুন ও পোমরা ইউনিয়নের শান্তিরহাটে মোটরসাইকেল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

উল্লেখ্য, বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টা অবরোধে চট্টগ্রামজুড়ে বাসে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর মধ্যে রাঙ্গুনিয়া ছাড়াও চট্টগ্রাম মহানগরে ৩টি, পটিয়ায় একটি, কর্ণফুলী উপজেলায় একটি বাস ও সীতাকুন্ডে একটি লরি আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এছাড়া আরও ৫টি বাস ভাঙচুরের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর