বিএনপি জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ।
বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চান্দনা চৌরাস্তায় বাসন থানা আওয়ামী লীগের সভাপতি, সাবেক অধ্যক্ষ আব্দুল বারীর সভাপতিত্বে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন— মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট আজমত উল্লা খান, সাবেক সহ-সভাপতি মোকসেদ আলম, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন সরকার রিপন, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, সাবেক ভিপি আব্দুল হালিম সরকার, মহানগর শ্রমিক লীগ নেতা কবির মন্ডল।
এসময় বক্তারা বলেন, বিএনপি জামায়াত দেশের উন্নয়ন চায় না। এজন্য এশিয়ার প্রথম বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের দিন হরতাল ডেকেছিল। তারা আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশে নৈরাজ্য ও ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তাদের সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে। তাদের সহিংসতা যে কোন মূল্যে প্রতিহত করা হবে।
শান্তি সমাবেশে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে অংশগ্রহণ করেন।
টিবি











































