বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর টানা ৩ দিনের অবরোধের শেষ দিনে ঢাকা মহানগরী ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ৪টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরার আজমপুর এলাকায় সকাল ৭টা ৪ মিনিটের দিকে পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
বিজ্ঞাপন
এদিকে ভোর রাত পৌনে ৫টার দিকে ঢাকা শিক্ষা বোর্ড এলাকায় একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয় একদল দুর্বৃত্ত।
ভোর রাত ৪টা ৪১ মিনিটের দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ ঢাকা উদ্যান আবাসন প্রকল্পের সামনে মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
আরও পড়ুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন রোডে সকাল ৬টা ৪০ মিনিটের দিকে একটি তুলাবোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
৩ দিনের অবরোধের দ্বিতীয় দিনে বুধবার ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সড়ক, রেল ও নৌপথ অবরোধের দ্বিতীয় দিনে সারাদেশে বিএনপিসহ বিরোধী দলের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এইউ











































