মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অবরোধের সমর্থনে রাজশাহী মহাসড়কে অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৩, ০৭:৪১ এএম

শেয়ার করুন:

অবরোধের সমর্থনে রাজশাহী মহাসড়কে অগ্নিসংযোগ

দেশব্যাপী ডাকা অবরোধের প্রথম দিনে রাজশাহী নগরীতে টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছেন বিএনপি-জামায়াতের কর্মীরা।

রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে নগরীর তালাইমারী কাজলা অক্ট্রয়মোড় এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরএমপির মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় মহাসড়কের মাঝখানে বিক্ষিপ্তভাবে ইটপাটকেল ফেলে রেখে যায় অবরোধকারীরা। তবে টায়ায়ে আগুন জ্বালিয়ে তারা দ্রুত সটকে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়। তবে সেখানে কাউকে আটক করা সম্ভব হয়নি। এসময় আগুন নিভিয়ে যান চলাচল স্বাভাবিক করেন পুলিশ সদস্যরা।

ওসি রুহুল আমিন বলেন, টায়ারে আগুন ধরিয়ে দিয়ে চলাচলে বিঘ্ন ঘটাতে চেয়েছিল। সেখানে ইটপাটকেলও ফেলে গেছে কিছু ব্যক্তি। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে মহাসড়ক থেকে ‍ওগুলো সরিয়ে ফেলেছি। যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় তারা মাঠে রয়েছেন বলেও জানিয়েছেন ওসি।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর